ডেঙ্গু : ১৩নং ওয়ার্ডে নাসিকের বিশেষ অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিশেষ অভিযানে একটি ভবনে এডিস মশার লার্ভা ও নার্সারিতে জমা পানিতে এডিস মশা পাওয়ায় ভবন মালিক ও নার্সারিকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার (১৫ জুলাই) নাসিকের ১৩নং ওয়ার্ডের জামতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ডেঙ্গু প্রতিরোধে সর্তক করা হয়।

অভিযানে নাসিকের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পরিচ্ছন্ন কর্মকর্তা, মশক নিধন টিম ও টিম খোরশেদের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার বলেন, আমরা সিটি কর্পোরেশন আরও আগে থেকেই ডেঙ্গু নিয়ে মাঠ পর্যায়ে কাজ করেছি। আমরা হয়তো রাস্তা-ঘাট, ড্রেন-নালা, খালি জায়গা, ডোবায় মশক নিধন লার্বা সাইড ও এলডিও তেল স্প্রে করে মশক নিধন করা চেষ্টা করছি, কিন্তু আপনার বাড়ীর ভিতরে ও ছাদে করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আপনাদের ও আমাদের সম্মেলিত চেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

আপনার বাড়ীর আশে পাশে অনেক জায়গায় নির্মাণাধীন ভবন ও ডোবা নালা যেখানে দীর্ঘ দিন পানি জমে আছে কিন্তু কেউ সমাধান করছে না।  আমাদের অবগত করেন আমরা ব্যবস্থা নিব…ইনশাআল্লাহ।

নাসিকের মেডিকেল অফিসার ডাক্তার শেখ মোস্তফা আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা নাসিকের প্রতিটি ওয়ার্ডে মশক নিধন  ওষুধ ছিটানোর জন্য আমরা ৫ জন করে নিয়োগ দিয়েছি।

 

এছাড়া বিভিন্ন অঞ্চলে আমাদের স্পেশাল টিম কাজ করছে। মূলত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানঃ বাসা বাড়িতে গিয়ে গিয়ে তারা অভিযান পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button