ফতুল্লায় ফকির এ্যাপারেলস’র কারখানায় অগ্নিকান্ড, আহত ৩৫
ফতুল্লা বিসিক শিল্প নগরীর ফকির এ্যাপারেলস নামের পোশাক কারখানায় আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে আহত ৩৫ শ্রমিক কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রিপন, সুমন, মাসুদ, নাহিদ, মুখলেসুর, রাকিব, ওবায়দুর, আরফান, ইমন, মারুফ, আরিফ ইসলাম, আ. সোবহান, আবুল কালাম, ফরিদ উদ্দিন, বিপুল, মিরাজ, ইউসুফ, বাছির ও জসিম এর নাম জানা গেছে।
সদর জেনারেল হাসপাতালের আবাসিক ম্যাডিক্যাল অফিসার এস কে ফরহাদ হোসেন জানান, আগুনে দগ্ধদের মধ্যে ১০ জনকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আর ২৫ জনকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আগুন ও ধোয়ায় তাদের শ্বাসনারী ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি শরীরেও পুড়ে গেছে।
এর আগে সোমবার সকাল ১০টা ৩১ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় উপজেলার বিসিক শিল্প নগীরর ওই ওই কারখানার আগুন বেলা ১১টা ২৫ মিনিটে নির্বাপন করতে সক্ষম হয়। আগুনে কারখানার কাপড়সহ মেশিন পুড়ে গেছে।
কারখানার আহত শ্রমিকরা জানায়, ক্যান্টিনের দিকে যাওয়ার সময় হঠাৎ করে আমরা দেখি ডাইং সেকশনের দিক থেকে কালো ধোয়া উঠছে। সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়ে আগুনে পানি ঢালা শুরু করি। কিন্তু ডাইং সেকশনের অনেক ক্যামিকেল থাকার কারনে সেগুলোর জন্য আমাদের শ্বাস নিতে প্রচন্ড সমস্যা হয় এবং এক পর্যায়ে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, আমরা সেখানে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি।