সিদ্ধিরগঞ্জে ডায়াবেটিস রোগীদের পেরিফেরাল নিউরোপ্যাথি সেমিনার
রাকিবুল ইসলাম ইফতিঃ ২৭ আগষ্ট ২০২৩ দুপুর ২ টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার স্কাই ফ্লাই রেস্টুরেন্টে একটি সাইন্টিফিক সেমিনার আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ ডায়াবেটিস সেন্টার এর পক্ষ থেকে উক্ত সাইন্টিফিক সেমিনারে ডায়াবেটিস রোগীদের পেরিফেরাল নিউরোপ্যাথি রোগ নিয়ে আলোচনা করেন সিদ্ধিরগঞ্জ ডায়াবেটিস সেন্টার এর পরিচালক ডা. আল ওয়াজেদুর রহমান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিফ জেনারেল হাসপাতাল এর পরিচালক এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার ফরহাদ হাসান চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাখালী ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. এটিএম নাজমুল আক্তার।
আলোচকগণ তাদের বক্তব্যে উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ের বিভিন্ন রোগ হয়ে থাকে যেগুলোর যত্ন গুরুত্ব সহকারে নিতে হবে এবং পায়ের গুরুতর সমস্যা হলে বিশেষজ্ঞের কাছে অবশ্যই রেফার্ড করতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাহানা সুলতানা রুপা, ডা. তাইয়েবা খাতুন প্রমুখ।