কবিতা- দোয়েল কোয়েল , কবি- সৈয়দুল ইসলাম

আয়রে দোয়েল ময়না কোয়েল
আয়রে আমার গাঁয়,
সোনার নূপুর পড়িয়ে দেবো
আদর করে পায়।
চিড়া মুড়ি খেতে দেবো
থালা ভরা ধান,
নেচে নেচে দিন কাটাবে
গাইবে সুখে গান।
যতন করে রাখবো ধরে
যেতে নাহি দেবো,
সুখে দুঃখে ভালোবেসে
আপন করে নেবো।
সৈয়দুল ইসলাম
তারিখ: ০৪/১১/২০২৩
ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, বাংলাদেশ। ০১৭২৮১০৬২৯২