শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতকে প্রতিপক্ষ পেল বাংলাদেশ
![](https://dailynayeralo.com/wp-content/uploads/2023/12/24090902695a1063a5169f87e36adff4-6579b87b8938c.webp)
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়যাত্রা চলছেই বাংলাদেশের। আজ বুধবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। রানখরার এক ম্যাচেও ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বাংলাদেশের আশিকুর রহমান শিবলি।
শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করায় আগামী শুক্রবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবেন মাহফুজুর রহমান রাব্বিরা।
দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত ৮ দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ যুব দল। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল জাপানকে পেয়ে রীতিমতো ধসিয়ে দিয়েছেন তাঁরা। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন মাহফুজরা।
লঙ্কান যুবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক রাব্বি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। ইনিংসের নবম ওভারে ওপেনার পুলিন্দু পেরেরার (২১) স্ট্যাম্প ভেঙ্গে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মারুফ মৃধা। ৩৭ রানে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ৭৪ রানে। এবার বাংলাদেশের মুখে হাসি ফোটান অধিনায়ক রাব্বি নিজেই।
এরপর বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। লঙ্কানদের কোনো ব্যাটসম্যান ৩০ পেরোতে পারেননি। নির্ধারিত ৫০ ওভার খেলেও তাই ৯ উইকেটে মাত্র ১৯৯ রান পায় দলটি।
বাংলাদেশের ওয়াসি সিদ্দিক মাত্র ৩২ রানে ৩ উইকেট পেয়েছেন। দুটি করে উইকেট রাব্বি ও মারুফের। রোহানাত দৌলা বর্ষণ ও শেখ পারভেজ জীবন পেয়েছেন একটি করে উইকেট।
২০০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে দলীয় মাত্র ১ রানেই ওপেনার জিসান আহমেদ (০) প্যাভিলিয়নের পথ ধরেন। অপরপ্রান্তে থাকা শিবলি সেই ধাক্কা সামলে সাবলীল ব্যাটিং করেছেন। আরও তিন সতীর্থ আউট হলেও শিবলি একাই দলকে টেনে নিয়েছেন। ১৩০ বলে ১১ চার ও ২ ছক্কায় বাংলাদেশি ওপেনারের হার না মানা ১১৬ রান ৫৫ বল আগেই জয় এনে দেয় বাংলাদেশকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান মোহাম্মদ রিজওয়ানের।
৬ উইকেটের জয়ে পূর্ণাঙ্গ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা কেবল এক ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে, সেটাও জাপানের বিপক্ষে। এমনকি আমিরাতের বিপক্ষেও হেরেছে লঙ্কানরা। ‘বি’ গ্রুপের অপর দল হিসেবে শেষ চারে স্বাগতিক আমিরাত।
অন্যদিকে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তানের যুবারা। অপর দল হিসেবে শেষ চারে উঠেছে ভারত, তাদের বিপক্ষেই শুক্রবার ফাইনালে ওঠার মিশনে নামবে বাংলাদেশ। একই দিনে অপর সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ আমিরাত।