ভারতীয়দের লন্ডভন্ড করে ফাইনালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯
গোলাম কাওকাব
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাথে হেরে ফাইনাল থেকে বঞ্চিত হলো ভারত অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বাংলাদেশ ট্রফি জেতার স্বপ্নে পৌছাল আরও একধাপ।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ টসে জিতে ভারতীয়দের ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। ভারতীয়রা ব্যাটিংয়ে তেমন আশামূলক রান করতে পারে না, সব উইকেট হারিয়ে ৪২ ওভার ৪ বল খেলে মাত্র ১৮৮ রান তুলে নেয়। ভারতীয় ওপেনার আদর্শ সিং ২ বল খেলে ২ রান করে এলবিডব্লিউ আউট হয় এবং তার উইকেট নেন মারুফ মৃধা। ভারতীয়দের মধ্যে ভালো ব্যাটিং করেন এম.পি. অভিষেক এবং এম. খান। তারা দু’জনে করেন ৭৪ বলে ৬২ এবং ৬১ বলে ৫০ রান। তাদের উইকেট নেন মারুফ মৃধা এবং মাহফুজুর রহমান। এই ১৮৯ রানের টার্গেট যদিও বাংলাদেশিদের জন্য তেমন কঠিন ছিল না, কিন্তু ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায়। ৪২ ওভার ৫ বল খেলে ১৮৯ রান করতে সফল হয়। ৪৩ বল ও ৪ উইকেট হাতে রেখে দুর্দান্ত ইনিংস খেলে জিতে যায় বাংলার দামালরা।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ৯০ বল খেলে ৯৪ রান করেন আরিফুল ইসলাম। রাজ লিম্বানির বলে আউট হয়ে সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তিনি। তার পাশাপাশি আহরার আমিন ১০১ বল খেলে ৪৪ রান করে নোমান তিওয়ারির বলে আউট হন তিনি। এই জুটি সবচেয়ে ভালো খেলা উপহার দিয়ে বাংলাদেশিদের স্বপ্নে একধাপ এগিয়ে নিয়ে যায়।
উক্ত ম্যাচে ম্যাচসেরা হন মারুফ মৃধা। মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়েই দিশেহারা হয়ে যায় ভারতীয়রা।
১০ ওভার করে ৪১ রান দিয়ে ৪ উইকেট অর্জন করেন এই বামহাতি পেসার।
শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। খেলাটি শুরু হবে ১৭ ই ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটে।
বাংলার ক্রিকেট প্রেমীরা আশাবাদী যে, এবারের এশিয়া কাপটি বাংলাদেশের হবে। ইনশাআল্লাহ্…
তার জন্য বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল সব দিক থেকেই প্রস্তুত বলে মনে করেন বাঙালি ক্রিকেট ফ্যানরা।