হাজীগঞ্জে খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে কিশোরের ছুরিকাঘাতে আহত চার কিশোর

গোলাম কাওকাব, হাজীগঞ্জ প্রতিনিধি:

হাজীগঞ্জে খেলা নিয়ে দন্ধের জের ধরে কিশোর মোস্তফা কামাল (১৬) এর ছুরিকাঘাতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার রাত সাড়ে ১০টায় হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড মফিজ উদ্দিন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- মফিজ উদ্দিন বেপারী বাড়ির জুলা মিয়ার ছেলে আক্তার হোসেন (৪০), নয়ন হোসেনের ছেলে সৈকত হোসেন (১৯), আকবর হোসেনের ছেলে সাহিদ (১৫) ও মো. ফরিদ হোসেনের ছেলে তাহিদ হোসেন (১৮)
আহত সৈকত হোসেনের বাবা নয়ন হোসেন জানান, প্রায় দুই মাস আগে খেলা নিয়ে দন্ধে জড়িয়ে পড়ে মোস্তফা কামাল ও সৈকত হোসেন। পরে মোস্তফা সৈকতকে পরবর্তী সময়ে দেখে নিবে বলে হুমকি দেয়। রোববার রাতে ছুরি নিয়ে এসে সৈকতকে এলোপাতাড়ি আঘাত করে। সৈকতকে বাঁচাতে গিয়ে আহত হয় আক্তার হোসেন, সাহিদ ও তাহিদ। এ ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে হাসপাতালে ভর্তি দেয় এবং বাকী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়।

আহত সৈকত হোসেন জানান, দোকানে বসে ছিলাম হঠাৎ মোস্তফা কামাল এসে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা কামালকে তাৎক্ষণিক আটক করে থানায় নিয়ে আসে বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ। আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবেও জানান প্রশাসনের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button