চান্দগাঁওয়ে আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক
মোঃ মেহেদী হাসান শিশির, আকবর শাহ থানা প্রতিনিধি, চট্রগ্রামঃ
চট্টগ্রামের চান্দগাঁওয়ে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় এলাকায় বিভিন্ন হোটেলে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, বহদ্দারহাট মোড় এলাকায় বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অর্ডিন্যান্সের ৭৬ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।