ভাষা শহীদ দিবস উপলক্ষে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগীতা

ভাষা শহীদ দিবস উপলক্ষে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগীতা আয়োজিত হয়েছে।

২১শে ফেব্রুয়ারী ২০২৫ ভাষা শহীদ দিবস উপলক্ষে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের শাহিনূর আদর্শ উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় তিনটি গ্রুপে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় শাহিনূর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আরিফ হোসেন ঢালী বলেন, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম কন্যা ও শিশুদের মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে, সেই লক্ষ্যে আজ শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও সিদ্ধিরগঞ্জ থানা শাখা শিশুদের নিয়ে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button