গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ১৮নং ওয়ার্ড কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ গতকাল ১৭ জানুয়ারি ২০২২, মঙ্গলবার গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহনগর কার্যালয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক কর্মসূচী শীর্ষক এক কর্মীসভার আয়োজন করে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর ।

গণসংহতি আন্দোলন মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব পপি রানী সরকারের সঞ্চালনায় উক্ত সভায় আলোচনা করেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, মহানগর কমিটির সদস্য নাজমা বেগম।

নিয়ামুর রশীদ বিপ্লব তার আলোচনায় বলেন, বর্তমানে আমরা স্মরনকালের সবচেয়ে কঠিন এক সময়ের মধ্যে বসবাস করছি। যখন নিত্যপন্যের মূল্য লাগাম ছাড়া। দফায় দফায় গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের জীবনকে বিপর্যস্ত করে তুলছে সরকার। এর প্রতিবাদ করতে গেলেও জনগণের উপর নেমে আসছে হামলা, মামলা। এমনকি প্রতিবাদি সমাবেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে । যা ৯০’ এর স্বৈরাচার এরশাদের শাসনামলকেও হার মানিয়েছে। এই রাষ্ট্রে মানুষ তার ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকু হারিয়েছে। গত দুই নির্বাচন ধরে মানুষ ভোট দিতে পারছে না। ভোটাধিকারকে বর্তমান সরকার তামাশার বিষয়ে পরিণত করেছে। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন থেকে ইউপি, কোন নির্বাচনকে ঘিরেই মানুষের আগ্রহ নেই। এই সরকার জনগণের জান ও জবানের নিরাপত্তা দিতেও ব্যর্থ। এই দমবন্ধ পরিস্থিতিতে ভোটাধিকার ও জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোন পথ নাই।

সভা শেষে নারায়ণগঞ্জ মহনগর ১৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।নারায়ণগঞ্জ মহানগরের ১৮নং ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে ৩টি পদ ফাকা রাখা হয়েছে। কমিটি পরিচিতিঃ- ১.শুক্কুর মাহমুদ জুয়েল – আহ্বায়ক ২. রানা আহমেদ – যুগ্ম আহ্বায়ক ৩. তাকবির হোসেন – সদস্য সচিব ৪. শাওন সরদার – যুগ্ম সদস্য সচিব ৫. জাহিদ হাসান – অর্থ সম্পাদক ৬. কাজী মাশরাফি ৭. শুভ ৮. আমিনুর রহমান ইথিও ৯. মোঃ সাজু ১০. কাজী মারুফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *