নারায়ণগঞ্জে ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজননস্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার প্রজননস্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২৩ বিকাল ৪ টায় বিহারী ক্যাম্পে আদমজী উম্মুল ক্বোরা স্কুলে কিশোরী ও নারীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক প্রচারাভিযান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, মাতৃকালীন সেবা গ্রহন, শারীরিক ও মানসিক বিভিন্ন রোগ এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লিয়াকত হোসেন, আদমজী বিহারি ক্যাম্প চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানুল হাবিব সোহাগ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি – দৈনিক দেশ বর্তমান। বাশরী ইসলাম মাহী – ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ন্যাশনাল জয়েন্ট কো-অর্ডিনেটর। জারিফ অনন্ত, উপদেষ্টা – ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলা। বিজয়া ইসলাম, জেলা সমন্বয়কারী – ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলা। রাকিবুল ইসলাম ইফতি, যুগ্ম জেলা সমন্বয়কারী – ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলা।
ক্যাম্পেইনে সঞ্চালনা করেন আশরাফী ইসলাম, কর্মশালা সম্পাদক – আদমজী ইউনিট।