বাঁশখালীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
মোঃ মেহেদী হাসান শিশির, আকবর শাহ থানা প্রতিনিধি, চট্রগ্রামঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি আগ্নেয়াস্ত্র ৫ রাউন্ড কার্তুজসহ নুর মোহাম্মদ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় উপজেলার সরল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর মোহাম্মদ বাঁশখালীর হাজীরখিল এলাকার শামসুল ইসলামের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদানের কাজে অস্ত্র ব্যবহার করে আসছিলেন। সোমবার তাকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।