জাতিসংঘের প্রশিক্ষণ কেন্দ্রে ‘ইসরায়েলি’ হামলা, নিহত ১২
গাজার দক্ষিণাঞ্চলে এখনও তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজায় জাতিসংঘের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। বুধবারের (২৪ জানুয়ারি) এই হামলায় আহত হয়েছেন ৭৫ জন। যদিও হামলার বিষয়টি অস্বীকার করেছে তেল আবিব।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক জেমস ম্যাকগোল্ডরিক বলেন, ‘প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। কিছু ভবন আগুনে পুড়ে গেছে। অনেকে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছে। কিন্তু চারপাশ জুড়েই ইসরায়েলি সেনা থাকায় পালানোর সাহস পায়নি তারা। সেখানকার পরিস্থিতি সত্যিই দুঃখজনক।’
এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি নাকচ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকারের মুখপাত্র ইলানা স্টেইন বলেন, ‘গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। মানবিক উদ্দেশ্যে সেখানে বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু হামাস সেই চুক্তি লঙ্ঘন করেছে। হামাস নিমূর্ল ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে।’
ইসরায়েলের বিরুদ্ধে রাফা সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ প্রবেশে বাধাদানের অভিযোগ এনেছে মিশর। এর মাধ্যমে তেল আবিব ত্রাণকে ফিলিস্তিনি জনগণের ওপর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
গাজায় সংঘাত নিয়ে বৈঠক করেছে তুরস্ক ও ইরান। দ্বি-রাষ্ট্রের ভিত্তিতে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধান এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দুই দেশ। সেই সাথে গাজায় বেসামরিক হত্যার জন্য আবারও আমেরিকাকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
এদিকে, জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবিতে আবারও তেল আবিবে বিক্ষোভ করেছে তাদের পরিবারের সদস্যরা। এসময় রাজধানীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন।