জাপার ভাঙনে আওয়ামী লীগের হাত থাকার অভিযোগ অস্বীকার সেতুমন্ত্রীর
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্য পাগলের প্রলাপ। সীমান্ত রক্ষায় বাংলাদেশ সদা জাগ্রত বলেও জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সীমান্তে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। ‘সংসদে বিরোধী দলের ভাঙ্গনে আওয়ামী লীগের হাত রয়েছে’, – বিএনপি নেতাদের এমন মন্তব্যে ওবায়দুল কাদের বলেন, এটা জাতীয় পার্টির নিজস্ব বিষয়। এতে সরকারের মাথাব্যথা নেই।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় ওবায়দুল কাদের বলেন, বিরোধীদল হিসেবে কথা মালার চাতুরি দিয়ে টিকে থাকতে চায় বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বাড়ছে। তবে সরকার দাম নিয়ন্ত্রণে তৎপর। প্রধানমন্ত্রীর জার্মানি সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনার ছিলো বহির্বিশ্বের অংশ। জানান, সিকিউরিটি সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ গ্রহণ এ দেশের গুরুত্বপূর্ণ।
ইউক্রেন- রাশিয়ার যুদ্ধ বন্ধের আহবানকে শেখ হাসিনার সাহসী কূটনীতির অংশ বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।