বাজার নিয়ন্ত্রণে শতভাগ সফলতা আনা যায়নি স্বীকার করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে শতভাগ সফলতা আনা যায়নি স্বীকার করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। কাঁচাবাজারে নয় নিত্যপণ্য কিনতে সুপারশপে যাওয়ার পরামর্শ দিলেন তিনি।

সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) তিনি একথা বলেন। সুপারশপ আর কাঁচাবাজারে তুলনা করে গ্রাহকদের পণ্য কেনার আহবান জানান প্রতিমন্ত্রী। তার দাবি সুপারশপে তুলনামূলক কম ও নির্ধারিত দামে পণ্য বিক্রি হয়।

তিনি বলেন, কাঁচা বাজারে বিক্রেতারা বেশি দামে বিক্রি করে, অনেক সময় সেই দামই প্রতিষ্ঠিত হয়ে যায়। লেবু, বেগুনসহ বেশকিছু পণ্যের চড়া দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কৃষিপণ্য বিপনন ও বাজারজাত করার ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই তাই কৃষিপণ্য নিয়ে মন্ত্রণালয়ের কিছু করার নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button