কিভাবে সরকারি দাম কার্যকর করা হবে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী
মাছ-মাংসসহ প্রয়োজনীয় ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু বাজারে এর প্রয়োগ দেখা যাচ্ছে না। বাজার চলছে বাজারের নিয়মেই। কিভাবে এই দাম কার্যকর করা যেতে পারে যে বিষয়ে কথা বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেছেন, চাপ প্রয়োগ নয়, ব্যবসায়ীদের সাথে সমন্বয়ের মাধ্যমে সরকার নির্ধারিত ২৯টি নিত্যপণ্যের দাম বাস্তবায়ন করা হবে, জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রবিবার (১৭ মার্চ) রাজধানীর টিসিবি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান শেষে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী জানান, দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। রবিবারও সংস্থাটির ছয়টি দল বাজারে কাজ করেছে। এসব তদারকির কারণে বাজারে পেঁয়াজসহ বেশকিছু পণ্যের দাম কমেছে বলেও দাবি করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।