টাকার বিনিময়ে আওয়ামী লীগের সভাপতি পদ দেয়ার অভিযোগে মানববন্ধন
নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মামুন সিরাজুল মাজিদের বিরুদ্ধে ফুসে উঠেছে স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবী, ‘মামুন এই ওয়ার্ডে থাকে না, সে কিভাবে এইখানের সভাপতি হয়। এমনকি এই ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থীও তার ফুপাতো ভাই। টাকার বিনিময়ে তারা কমিটিতে স্থান পেতে চাচ্ছে। এটি হতে পারে না।’
এদিকে, মামুন সিরাজুল মাজিদের প্রার্থীতা বাতিলসহ নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। ওই মানববন্ধন থেকেই এসব দাবী জানানো হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া চৌরাস্তায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, আমাদের দাবী এই ২৭নং ওয়ার্ডে একটি শক্তিশালি কমিটির অনুমোদন দেয়া হোক। আর এই ওয়ার্ডের আওয়ামী লীগকে শক্তিশালি করতে কাউন্সিলর সিরাজ ভাই যোগ্য নেতা। তাকে সভাপতি করা হলে ২৭নং ওয়ার্ডের তৃনমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকতে পারবে। বর্তমানে একটি চক্র সিরাজ ভাইকে সরানোর জন্য নানা ষড়যন্ত্র করছে। তবে এই ওয়ার্ডে তার বিকল্প নাই, তাই আমরা সিরাজ ভাইকে সভাপতি হিসেবে দেখতে চাই। আমরা চাইনা এখানে একটা অঘটন ঘটুক। আমরা চাই না মামুন সভাপতি নির্বাচিত হয়ে এখানে অরাজকতা সৃষ্টি করুক।
নেতৃবৃন্দরা আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গর্বিত দল। আর এই দলের অন্যতম নিবেদিত দুই প্রান হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। আপনাদের কাছে অনুরোধ করে বলেতে চাই, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হত্যাকারী খুনি, ভুমিদস্যু, নারী নির্যাতনকারী মো. আলাউদ্দিনের ছেলে মামুন সিরাজুল মাজিদকে এই ওয়ার্ডের সভাপতি পদে আমরা দেখতে চাই না। আপনারা যদি টাকার বিনিময়ে তাকে সভাপতির পদটি দেন, তাহলে আমরা মনে করবো আপনারা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন।
এসময় ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মো. মামুনের বিরুদ্ধে নানা স্লোগান দেয় নেতাকর্মী ও এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মতি মিয়া, মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিনসহ স্থানীয় তৃণমূলের নেতাকর্মী প্রমুখ।