মডেল গ্রুপের সহযোগিতায় কাউন্সিলর খোরশেদের ঈদ সামগ্রী বিতরণ
মুক্তিযুদ্ধের সময় আটকে পড়া পাকিস্তানিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। মডেল গ্রুপের সহযোগিতায় মোট ৪০০ আটকে যাওয়া পাকিস্থানিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৮ এপ্রিল) সকালে নগরীর মেট্রোহলে সামনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মডেল গ্রুপের সহযোগিতায় আমরা আজ চারশত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলাম। আর যাদের কাছে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি এরা হলো আটকে পড়া পাকিস্তানি। আগে তারা কুমুদিনি এলাকায় বসবাস করতেন কিন্তু বিগত তিন বছর আগে তাদের অনুচ্ছেদ করা দেওয়া হয়। এবারের ঈদ সমগ্র বিতরণের জন্য আমরা তাদেরকে খুঁজে এনে বিতরণ করছি। ঈদ সামগ্রী হিসেবে পলার চাল, ডাল, তেল, চিনি, লবণ ও সেমাই বিতরণ করা হয়েছে। নগরবাসীর সেবায় আমরা সবসময় আছি। আমরা সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে চাই।