ফিলিস্তিনী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানে নিহত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইসরাইলের চালানো এক হামলায় ইরানে তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস।
বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তেহরানের বাসভবনে ইসরাইলের চালানো হামলায় ইসমাইল হানিয়া নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের এ শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়েছে। খবর: বিবিসি।
একটি সূত্রের বরাতে জানানো হয়, হানিয়া ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন। শপথ অনুষ্ঠান শেষে আবাসস্থলে ফেরার পরপরই এই হামলা চালানো হয়েছিল। হামলায় তার একজন দেহরক্ষীও মারা গেছেন।
উল্লেখ্য, ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশির ভাগ আসনে জয় পাওয়ার পর ২০০৬ সালে ইসমাইল হানিয়েকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাত্তাহর কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়েকে সরিয়ে দেওয়া হয়।
ইসমাইল হানিয়ে হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই এই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হতো।