Trending

বোয়াল খালী উপজেলায় গণসংহতি আন্দোলনের পথসভা ও জনসংযোগ

রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহবানে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম বোয়াখালী উপজেলায পথসভা

গতকাল ১৭ই অগাস্ট, ২০২৪ নগরীর বহদ্দারহাট হাট মোড়ে থেকে শুরু করে, জনশৃঙ্খলা ফেরান!জান-মাল রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হোন! স্লোগানকে সামনে রেখে ১৪টি স্থানে সভা, গণসংযোগ, এবং প্রতিটি মোড়ে, বাজারে, হাটে লিফলেট বিতরণ করা হয়৷

উক্ত গণসংযোগে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, দলের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী এডভোকেট ফাহিম শরীফ খান,জেলার সম্পাদক মন্ডলীর সদস্য মোরশেদ আলম, গণসংহতি আন্দোলন চান্দগাঁও থানা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার শেখ ইকবাল মাসুদ, চান্দগাঁও থানা কমিটির সদস্য আসাদুজ্জামান মুক্তিয়ার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শেখ মঈনুল আজাদ, বৈষম্য বিরোধী আন্দোলন এর অন্যতম নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী আজাদ হোসাইন, বৈষম্য বিরোধী আন্দোলন এর অন্যতম নেতা আরিফ মুহিউদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলন এর নেতা ইমন প্রমূখ।

উক্ত গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ নাগরিক বৃন্দ।

এ সময় কাপ্তাই রাস্তা মাথা থেকে শুরু করে, কালুরঘাট ব্রীজ, ফুলতল, বোয়ালখালী সি এ অফিস, শাকপুরা, বেংগুরা, কালাইয়ার হাট, চরণদ্বীপ, গোমদন্ডি, কানুনগো পাড়া, কলেজ রোড, জোটপুকুর, হাজীর হাট, কালাচাঁদ ঠাকুর বাড়িতে পথসভা এবং কালুরঘাট ব্রিজ পর্যন্ত মাইকিং করে করে জনসচেতনতা সৃষ্টিতে পথসভা ও লিফলেট বিলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button