ব্যাঙে মুতিলেও ফানি উঁডি যা!
চারদিনের টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম! জলাবদ্ধতা নিরসন প্রকল্পের হাজার কোটি টাকার ফলাফল কী এই !
শেখ মঈনুল আজাদ -প্রতিবেদক, চট্টগ্রাম বুর্যো-
গত চারদিন ধরে টানা বৃষ্টিতে তলিয়ে গিয়েছে চট্টগ্রামের মুরাদপুর, বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজার সহ নগরীর বেশ কয়েকটি স্থান, গত পনেরো বছরে ৩জন মেয়র ও একজন জেলা প্রশাসক চট্টগ্রামের নগর পিতা বনে গেলেও জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি চট্টগ্রামবাসী।
চট্টগ্রামের মানুষ এই জলাবদ্ধতা দেখতে দেখতে এতোটাই অতিষ্ঠ যার কারণে তারা ক্ষোভ থেকে এই কথা বলে “ব্যাঙে মুতিলেও ফানি উঁডি যা “ (ব্যাঙ প্রস্রাব করলেও পানি উঠে যায়)।
চট্টগ্রাম শহররে জলাবদ্ধতা নিরসনকল্পে প্রাথমিক পর্যায়ের আওতায় কর্ণফুলীর নদীর সাথে সংযোগযুক্ত ১৬ টি খাল এবং এসব খালে সংযুক্ত আরো ২০টি খাল সহ মোট ৩৬টি খালের পরিকল্পিত পুন:খনন, সম্প্রসারণ ও খালের প্রশস্থতা রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ খাল সমূহের পাড় ঘেষে ৮৫.৬৮ কি.মি. সড়ক নির্মাণ, প্রকল্পের আওতায় খালের ফ্রি-ওয়াটার বোর্ড নিশ্চিত করার জন্য ৪৮ টি পিসি গার্ডার ব্রীজ ও ৬ টি কালভার্ট নির্মাণ এছাড়া ৫টি টাইডাল রেগুলেটর, ৪২টি সিল্টট্রাপ ও ৩টি বন্যা সংরক্ষণ জলাধার নির্মাণ, যার ব্যয় ধরা হয়েছে ৮৬২৬৬২.৩৪ লক্ষ টাকা(জিওবি)-। যে প্রকল্পের কাজ এখনো পর্যন্ত চলমান।
গত দেড় দশকে প্রতিটি নির্বাচন আসার আগে নগরপিতাদের নানান প্রতিশ্রুতির অন্যতম ছিলো জলাবদ্ধতা নিরসন, কিন্ত বাস্তব রূপ এখনো কেউ দিতে পারেনি বলে চট্টগ্রামবাসী হতাশ।
নগরবাসীর দাবী বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের উপযোগী পদক্ষেপে জলাবদ্ধতা নিরসন সম্ভব। তাই সেদিকে যেনো গুরুত্বপূর্ণ দৃষ্টিপাত করা হয়।