তরুণদের নেতৃত্ব ও কাজের স্বীকৃতি দিল ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ
বৃটিশ কাউন্সিল এর “লীড বাংলাদেশ” প্রজেক্টে কাজ করায় স্বীকৃতি স্বরুপ দি হাঙ্গার প্রজেক্ট ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৪ বিকেলে সিদ্ধিরগঞ্জ পাঁচতারা সংসদে এই আয়োজনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার ৩ টি সফল সামাজিক উদ্যোগ জাতীয় পর্যায়ে পুরষ্কার অর্জনকারী টিমের সদস্যরা এই সার্টিফিকেট গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সুজন বন্ধু সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জারিফ অনন্ত, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী বিজয়া ইসলাম, জেলা যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, জেলা কর্মশালা সম্পাদক সাইদুল হাসান, আদমজী ইউনিটের যুগ্ম সমন্বয়কারী আজমাইন হোসেন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর জিয়াসমিন আক্তার রিভা প্রমুখ।
সার্টিফিকেট গ্রহণ করে উচ্ছাস প্রকাশ করেন “তথ্যকুঞ্জ” টিমের সদস্য রাকিবুল হাসান, তাবরিজুর রহমান নাবিল, “বিবিসিআই” টিমের সদস্য আশরাফি ইসলাম, লিখন বিশ্বাস, সুজাল হোসেন।
এসময় সকলে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।