বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর “হাল্ট প্রাইজ” অন ক্যাম্পাস প্রোগ্রাম ২০২০-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

নতুন নতুন আইডিয়া সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে"। প্রফেসর ড.এ.এফ.এম আওরঙ্গজেব উপাচার্য, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর “হার্স্ট প্রাইজ” অন ক্যাম্পাস ২০২০-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান “হান্ট প্রাইজ”
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্যাম্পাস ডিরেক্টর রাহাত ইবনে সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.এ.এফ.এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ডেল্টা ইমিগ্রেশান এর নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর, শাহরিয়ার ফায়সাল ও মেহরাজ মোয়াজ্জেম এর সঞ্চালনায়
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন হান্ট প্রাইজ অন ক্যাম্পাস বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এর উপদেষ্টা
ডেপুটি রেজিষ্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হান্নান, ব্যবসায় প্রশাসন বিভাগের
শিক্ষক ধীমান বড়ুয়া, উম্মে সালমা হক ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড এর প্রতিষ্ঠাতা লাব্বি আহসান এবং হান্ট প্রাইজ
বাংলাদেশ এর ন্যাশনাল কো-অর্ডিনেটর তানভীর আনজুম শোভন। বক্তব্য রাখেন (২০২৪-২০২৫) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি
বাংলাদেশ এর জন্য নির্বাচিত ক্যাম্পাস ডিরেক্টর ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র সায়েম মান্নান ও ডেপুটি ক্যাম্পাস ডাইরেক্টর
আইন বিভাগের ছাত্র এ.কে.এম ফাহিম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করেন ডেল্টা
ইমিগ্রেশান, ফ্রেম মেকার, দি ডেইলি ক্যাম্পাস ও জার্নালিজম এন্ড কমিউনিকেশান সোসাইটি- বিজিসিটিইউবি।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ. এম আওরঙ্গজেব বলেন, প্রতিযোগিতাশীল এই বিশ্বে নতুন নতুন
আইডিয়ার সৃষ্টির মাধ্যমে বিশ্ব আজ এগিয়ে যাচ্ছে। পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠান “হাল্ট প্রাইভ” সারা বিশ্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
ছাত্রদের নিয়ে বিভিন্ন সমস্যার সমাধানে অন ক্যাম্পাস প্রোগ্রামের মাধ্যমে যে কার্যক্রম শুরু করেছে তা সত্যিই প্রশংসনীয়।
যতদূর জানি বিভিন্ন ধাপের প্রতিযোগিতার পর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের “হাল্ট প্রাইজ” এর পক্ষ থেকে ১ মিলিয়ন ডলার
অনুদান প্রদান করা হয়ে থাকে এবং বর্তমান বিশ্বে এটিকে আজ “নোবেল প্রাইজ অব স্টুডেন্টস” হিসেবে মনে করা হয়। সারা
বিশ্বের ছাত্র-ছাত্রীদের সাথে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীরা হান্ট প্রাইজ এর মাধ্যমে নিজেরাও নতুন নতুন আইডিয়া
সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েক বছর যাবৎ এই অন ক্যাম্পাস প্রোগ্রাম এ যুক্ত আছেন। বিগত বছরগুলোতে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-
ছাত্রীরা বিশ্বের ১২০টি দেশের তরুনদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহন করে নিজেদের দক্ষতার প্রমান রেখেছে। এতে তারা শুধু
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিকে প্রতিনিধিত্ব করছেনা বরং সারা বিশ্বে বাংলাদেশেরও প্রতিনিধিত্ব করছে। আমি আশা করছি।
আগামীদিনে তারা তাদের কার্যক্রমের ধারাকে অব্যাহত রেখে এই বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।
উল্লেখ্য ২০২৩-২০২৪ এর হাল্ট প্রাইজ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির প্রতিযোগিতায় টিম অরেন্ডা চ্যাম্পিয়ন, টিম রাইট আর্স ১ম
রানারআপ ও টিম সোসিও ২য় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button