‘যথাযথ পরিকল্পনার অভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যাচ্ছে না’
যথাযথ পরিকল্পনার অভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যাচ্ছে না বলে জানিয়েছেন দেশের উদ্যোক্তা ও অর্থায়নকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন’ বিষয়ে এক অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, বিনিয়োগের জন্য উদ্যোক্তা ও ব্যাংকগুলো প্রস্তুত থাকলেও কিছু জটিলতা থাকায় এ খাতটি এখনো স্থবির। এ ধারা চলতে থাকলে ২০৪১ সাল নাগাদ দেশের মোট জ্বালানির ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের টার্গেট পূরণ কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বিআইবিএম এর সদস্য খন্দকার মোরশেদ মিল্লাত।
সংকট নিরসনে সোলার প্যানেলে ওজন বুঝে শুল্ক না বসিয়ে যৌক্তিক ট্যারিফ ঠিক করার দাবি তাদের। উন্নয়ন সমুন্নয়ের এ অনুষ্ঠানে টেকসই জ্বালানি নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার খাত বিবেচনার সুপারিশ করা হয়। তা না হলে বেসরকারি বিনিয়োগ বাড়বে না বলে জানান আলোচকরা।