নারায়ণগঞ্জে বিশুদ্ধ বায়ু ও নবায়নযোগ্য জ্বালানীর গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
২৬ জানুয়ারি ২০২৩ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইয়ুথ ফর কেয়ার এর উদ্যোগে বিশুদ্ধ বায়ু ও নবায়নযোগ্য জ্বালানীর গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“Clean Air & Renewable Energy for Bangladesh” শিরোনামে এই কর্মশালায় উপস্থিত ছিলেন একদল উদ্যোমী সেচ্ছাসেবী তরুন-তরুনী।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার, নারায়ণগঞ্জ জেলা ফোরামের সহযোগীতায় এই কর্মশালা পরিচালনা করেন দি আর্থ সোটাইটির প্রোগ্রাম ম্যানেজার মোসলেহ উদ্দিন সূচক, দি আর্থ সোটাইটির প্রজেক্ট কো-অর্ডিনেটর ও ফেলো মেম্বার জারিফ কামরান অনন্ত, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ন্যাশনাল জয়েন্ট কো-অর্ডিনেটর ও ফ্যাসিলিটেটর বাঁশরী ইসলাম মাহি, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জের জয়েন্ট কো-অর্ডিনেটর ও ফ্যাসিলিটেটর রাকিবুল ইসলাম ইফতি।
কর্মশালায় প্রাকৃতিক পরিবেশ দূষণ ও প্রতিরোধে করনীয়, পরিবেশ আইন, বায়ু দূষণ এবং স্বাস্থ্যগত বিরুপ পরিস্থিতি নিয়ে করনীয়, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধি এবং বায়ু দূষণ প্রতিরোধে অ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।