মিডিয়া পল্লীতে ২৪টি প্লট বরাদ্দের সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে বহাল

তেজগাঁও শিল্প এলাকায় মিডিয়া পল্লীতে ২৪টি প্লট বরাদ্দের সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে বহাল রেখেছে আদালত।

বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচাচরপতি এ কে এম রবিউল হাসান সুমনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে প্লটের মালিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আইনজীবীরা জানান, মিডিয়া পল্লীতে বাংলাভিশন, চ্যানেল আই, যায় যায় দিন রোববার পাবলিকেসন্সসহ ২৪ টি মিডিয়ার নামে বিগত বিএনপি সরকারের নামে প্লটগুলো বরাদ্দ দেয়া হলে দুটি পত্রিকার রিপোর্টের ভিত্তিতে ২০১১ সালে তথকালীন বিচারপতি শামসুদ্দিন চৌধুরি মানিকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ প্লট বরাদ্দের বৈধতা প্রশ্নে রুল জারি করেন। সেই রুলের চুড়ান্ত শুনানিতে হাইকোর্ট আজ এ রায় দিয়েছেন বলেও জানায় আইজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button