নারায়ণগঞ্জের চাষাঢ়ায় Zaarra’h 313 ফ্যাশন হাউস উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হক প্লাজার ২য় তলায় Zaarra’h 313 ফ্যাশন হাউজ নামের একটি শো-রুম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) বিকাল ৪:৩০ টায় চ্যানেল আই সেরা কন্ঠ খ্যাত কানিজ খাদিজা তিন্নি ফিতা ও কেক কেটে শুভ উদ্ভোধন করেন।
Zaarra’h 313 ফ্যাশন হাউজ শো-রুমে কি কি পাওয়া যাবে তা হলো- আধুনিকতার ছোঁয়া ও রুচিশীল পোষাকের সমাহার নিয়ে রমনীদের চাহিদা মেটাতে দেশী ও বিদেশী বাহারী ডিজাইনের পোষাক, ব্যাগ, গহনা, সানগ্লাস, হাতঘড়ি ইত্যাদি দিয়ে এই শো-রুমটি সাজানো হয়েছে।
প্রতিষ্ঠানের কর্ণধার আফসানা আহমেদ জেসি বলেন- প্রাচ্যের ড্যান্ডি ও শিল্প নগরী হিসেবে দেশ সহ বিশ্বে পরিচিত এক নাম নারায়ণগঞ্জ জেলা। আমি গর্বিত এই জেলা শহরে আমার জন্ম। তাই নারায়ণগঞ্জে বসবাসরত রমনীদের কথা চিন্তা করে  পোষাকের শো-রুমটি গড়ে তোলা। আমরা সব বয়সী নারীর কথা চিন্তা করে দেশী ও বিদেশী  আধুনিক পোষাকে এই শো-রুম সাজিয়েছি। একজন গ্রাহক তার চাহিদা অনুযায়ী অতি সহজে ও বাজার মূল্যে আমাদের শো-রুম ও আমাদের ফেইসবুক অনলাইন পেইজ হতে পোশাক ও পণ্য  ক্রয় করতে পারবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও যুবলীগ নেতা এইচ. এম. রাসেল, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও যুবলীগ নেতা হামদান উর রহমান শান্ত, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক সাইমন ইসলাম, আলহাজ্ব সলিম মোল্লা, হাজী সিরাজুল মুন্সী, মালেক মুন্সী, মোক্তার সরদার, আকলিমা আনোয়ার সুমি, সাজ্জাদ হোসেন কমল, বাদল, কায়েস, খোকন, বিল্লাল, শান্তা, রিয়া, অশি, শিফা, বালি, ইভানা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *