লালন মেলায় বাঁধার চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন
কাশীপুর মধ্য নরসিংপুরে মরমি সাধক লালন ফকিরের স্মরণে আয়োজিত
মেলাকে তৌহিদী জনতা প্রতিহতের ঘোষণা দিয়েছে। তৌহিদী
জনতার এমন ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিধাম লালন
আশ্রম।
বুধবার (২০ নভেম্বর) নগরীর চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে এ
মানববন্ধনের আয়োজন করা হয়।
মুক্তিধাম লালন আশ্রমের প্রতিষ্ঠাতা ফকির শাহ্ জালাল’র সভাপতিত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী।
রফিউর রাব্বী বলেন- লালন মেলায় বাঁধা দেয়া ২৪’র গণঅভ্যুত্থানের
বিরোধী, গণতন্ত্রের বিরোধী এমনকি সংবিধান বিরোধী। কারণ
গণঅভ্যুত্থানের মূল চেতনাই ছিলো সকল বৈষম্য দূর করে সকল মানুষের
অধিকার ও আকাঙ্খার প্রতিফলন ঘটানো। প্রত্যেকের নিজ নিজ ধর্ম ও
মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে।
মেলার আয়োজক ফকির শাহ্ জালাল দাবী করেন- গত সাত বছর ধরে
জাকজমকপূর্ণভাবে এ মেলার আয়োজন হচ্ছে। এলাকাবাসীর কেউ
কখনো কোনো রকম আপত্তি তুলেনি। হঠাৎ করে আমরা কী এমন করলাম?
আমার অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে
অনেক বড় বড় ব্যক্তিরা এসেছেন।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ নাগরিক কমিটির
সাধারণ সম্পাদক জাহিদুল হক ভুইয়া দীপু, সাংস্কৃতিক জোটের
সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল,
নারায়ণগঞ্জ মহানগর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক নিয়ামুর রশিদ
বিপ্লব, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা
আক্তার প্রমূখ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে নদীতীরবর্তী এলাকায় এ বছর
আগামী ২২ ও ২৩ নভেম্বর লালন মেলা হবার কথা রয়েছে।