কপ২৯ জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়েছে: গ্রেটা থুনবার্গ

আজারবাইজানের বাকুতে হওয়া কপ২৯ জলবায়ু সম্মেলন নিয়ে সরব সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সদ্য সমাপ্ত কপ জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গ্রেটা। শনিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ এমনই মন্তব্য করেছেন এই তরুণী।

তিনি লিখেছেন, যেহেতু কপ২৯ জলবায়ু সভা তার শেষ পর্যায়ে, অবাক হওয়ার কিছু নেই যে আরেকটি কপ সম্মেলন ব্যর্থতার পর্যায়ে। বর্তমান খসড়া একটি বিপর্যয়। কিন্তু, আমাদের প্রত্যাশা সীমিত থাকলেও তার প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু হয়নি, সকলের প্রতিক্রিয়া কিছুটা রাগের ছাপও রয়েছে।

গ্রেটা এক্স’এ লিখেছেন, জলবায়ু সংকটের কারণে বিপুল সংখ্যক জীবন ধ্বংস হয়ে গেছে বা হবে, যারা ক্ষমতায় আছেন তাদের কারণে অগণিত মানুষ মৃত্যুমুখে পতিত হতে চলেছে। জলবায়ু সংকটে যেমন মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে, তখনও সারা বিশ্বে নিপীড়ন, অসমতা, যুদ্ধ এবং গণহত্যা তীব্রতর হচ্ছে। যারা ক্ষমতায় আছে তারা আমাদের জীবন সহায়ক ইকোসিস্টেমকে আরও অস্থিতিশীলতা ও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বব্যাপী গ্রীনহাউস গ্যাস গত বছরও সর্বকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। এটা স্পষ্ট যে আমাদের বর্তমান সিস্টেমগুলি আমাদের পক্ষে কাজ করছে না। কপ’র প্রক্রিয়াগুলি কেবল আমাদের ব্যর্থ করছে না, এর কারণে ভবিষ্যত প্রজন্মকে খেসারত দিতে হবে।

উল্লেখ্য যে, আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯ জলবায়ু সম্মেলন আয়োজনের বিরোধিতা করে জর্জিয়ায় প্রতিবাদ মিছিলে অংশ নেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। ২১ বছর বয়সী এই পরিবেশকর্মীর মতে, নিপীড়নমূলক নীতির কারণে জলবায়ু সম্মেলনের আয়োজক হওয়ার যোগ্য নয় আজারবাইজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button