দিল্লিতে শ্বাস নিতে গিয়ে সিগারেট সেবন করার মতো অনুভূতি

দিল্লির বায়ু এতটাই দূষিত যে, শ্বাস নিতে গিয়ে সিগারেট সেবন করার মতো অনুভূতি হয়—শনিবার (২৩ নভেম্বর) রয়টার্সকে এমনটাই জানিয়েছে দিল্লির এক বাসিন্দা। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দিল্লির বায়ু পরিস্থিতি এদিন ছিল বিপজ্জনক। গত বছরও দিল্লি ছিল বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর।

দিল্লির বাসিন্দা দিনেশ তিওয়ারি রয়টার্সকে বলেছেন, ‘বাড়ির বাইরে কতক্ষণ না যেয়ে থাকা যায়? বাইরে বের হওয়া খুবই কঠিন। তবে, অনেকেই আর কোনো উপায় না পেয়ে এই পরিস্থিতির সাথে মানিয়ে চলছেন।’

দিল্লিতে মারাত্মক এই দূষণের জন্য দায়ী, দিল্লির আশেপাশের অঞ্চলে পোড়ানো শস্য। এর ফলে বিষাক্ত কুয়াশা তৈরি হচ্ছে, যা দিনের বেশিরভাগ সময় শহরটিকে আচ্ছাদিত করে রাখছে। এছাড়া, নির্মাণ কাজের ধুলা এবং যানবাহনের নির্গমন থেকেও দিল্লিতে দূষণ বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button