সনমান্দি ইউনিয়ন প্রগতি মিশন এর উদ্যোগে স্মার্ট টিভি ট্রফি ডিগবার টুর্নামেন্টের উদ্ধোধন

সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়ন প্রগতি মিশন এর উদ্যোগে স্মার্ট টিভি ট্রফি  ডিগবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ‘মাদককে না বলি’ ‘খেলাধুলায় মেতে থাকি’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ডিগবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪’উদ্বোধন ।
শুক্রবার(২২নভেম্বর ) রাতে  সোনারগাঁ সনমান্দী ইউনিয়নে দড়িকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়  মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের বারডেম স্কয়ারকে টাইব্রেকারে ০১ গোল দেয় বিশাল একাদশ এগিয়ে যায়। খেলা শেষে বিশাল একাদশকে বিজয়ী ঘোষণা করা হয়।

oplus_0
এসময় অনুষ্ঠান,সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট রহিমের সভাপতিত্বের প্রধান অতিথি হিসাবে থেকে খেলা উদ্ধোধন করেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন,সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী সুমন, ব্যাংকার সোহেল রানা,ব্যাংকার মুক্তার হোসেন, ডা.আবদুল আল মামুন,এডভোকেট সাজ্জাদ রউফ সহগণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button