অন্তর্বর্তী সরকারকে একলা চলো নীতি পরিহারের আহ্বান গণতন্ত্র মঞ্চের

একলা চলো নীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে চলমান সংকট মোকাবিলা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সদিচ্ছা থাকলেও বাস্তবে দেশ পরিচালনায় একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন, সংস্কার, গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পর বিরোধী বিষয় নয়। তবে, ক্ষুধার্ত মানুষের পেটে ভাত দিতে না পারলে সংস্কারের ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না।

এসময় খাদ্য ও জনগণের নিরাপত্তা নিয়ে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে আবারো রাজপথে নামার হুশিয়ারি দেন তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে সখ্যতার চেষ্টা করেনি। হঠাৎ করে একদিন বসে সব রাজনৈতিক দল একমত হয়ে যেতে পারে না। ব্যপক জনসমর্থন থাকলেও একলা চলো নীতির কারণে দিনদিন দুর্বল হয়ে পড়ছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button