আড়াইহাজারে ছিনতাইকৃত ১৫৪ বস্তা টিসিবির চিনি ফতুল্লায় উদ্ধার
আড়াইহাজারে ট্রাকসহ ছিনতাই হওয়া ১৫৪ বস্তা টিসিবির চিনি ফতুল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ফতুল্লার এক অভিযানে ট্রাকসহ এ টিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন।
ওসি এনায়েত হোসেন বলেন, ঘটনাটা মাধবদীর কিন্তা আমাদের সীমানায় হওয়ায় অপরাধী চক্রকে ধরতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে ফতুল্লা থেকে পরিত্যাক্ত অবস্থায় ট্রাকসহ চিনি উদ্ধার করেছি। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে এসআই মাজহারুল জানায়, ২২ ডিসেম্বর রাতে চিনিসহ এক ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ওসি স্যারের নির্দেশনায় অভিযান চালাই। আমরা ফতুল্লা থেকে ১৫৪ বস্তা চিনি উদ্ধার করি, এ ছাড়াও ১৩০টি খালি বস্তা পাই।