দুর্নীতি দমনের দায়িত্বে থাকা টিউলিপের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ!
স্বৈরশাসক শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। অথচ তার বিরুদ্ধেই এখন দুর্নীতির অভিযোগ।
রবিবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়া বিষয়ে মিথ্যা বলেছেন দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এমন তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই গতরাত থেকে টিউলিপের ওপর পদত্যাগের চাপ বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তাকে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন—দুই বছর আগে এই তথ্যের প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন তার বাবা-মা তাকে ওই ফ্ল্যাট কিনে দিয়েছেন। এমনকি এই বিষয় নিয়ে প্রশ্ন করায় আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছিলেন টিউলিপ।
মূলত টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন কোনও অর্থপ্রদান না করেই, ফিন্যান্সিয়াল টাইমস গত শুক্রবার এই তথ্য জানায়। মূলত পূর্বে অপ্রকাশিত ল্যান্ড রেজিস্ট্রি ফাইলিংয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি এই তথ্য সামনে এনেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত ২ শয্যাকক্ষের সেই ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে আরও উঠে আসে- ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে ২০০১ সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আবদুল মোতালিফ। ফ্ল্যাটটি বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি। কারণ একই বছরের আগস্ট মাসে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা)।
সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, দ্য মেইল অন সানডে বারবার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসা করেছিলো, তাকে যে দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে — যার মূল্য এখন ৭ লাখ পাউন্ড — সেটির মালিক আগে ছিলেন তার বাংলাদেশি স্বৈরশাসক খালার (শেখ হাসিনার) সাথে সম্পর্কযুক্ত একজন ডেভলপার ব্যবসায়ী।
ডেইলি মেইল বলছে, গত রাতে টোরি এমপিরা টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশে বলেছেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সূত্র: ডেইলি মেইল