আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখল

 

উপজেলা প্রতিনিধি সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে একটি প্রতিষ্ঠানের জমি দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে ডিপ্লেট নামে ওষুধ কোম্পানির মালিক আ. লতিফের বিরুদ্ধে।

রোববার(৫ জানুয়ারি) উপজেলার সনমানদী ইউনিয়নের দড়িকান্দি জাহিদেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাফুড এন্ড বেভারেজ লিমিটেড নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম জামালউদ্দিন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) আসিফ ইমাম এর কাছে এ ব্যপারে অভিযোগ করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মোগরাপাড়ায় চৌরাস্তার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি জানান, জমিটি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে বর্তমানে মামলা চলছে। এ ব্যাপারে চূড়ান্ত নিস্পত্তি হওয়ার আগে আদালত উভয়পক্ষকেই ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার রাতে প্রায় অর্ধশতাধিক ক্যাডার নিয়ে অমীমাংসিত  জমিটি জোরপূর্বক দখল করে  সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করে  ডিপ্লেট ওষুধ কোম্পানির মালিক লতিফের লোকজন।এ নিয়ে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসী। তারা এ ব্যাপারে দ্রুত্ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

তিনি আরও বলেন, রোববার রাতে সন্ত্রাসীদের জমি দখলে বাধা দিতে গেলে তাদের প্রতিষ্ঠানের লোকজনকে বাংলাফুড এন্ড বেভারেজ লিমিটেডের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফাঁসানোর হুমকিও প্রদান করছে।

এই ব্যাপারে ডীপ্লেট কোম্পানির চেয়ারম্যান হাবিবুর রহমানের মোবাইলে (০১৮১৯২২৭৭৬৭) একাধিকরার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আসিফ ইমাম বলেন, আমি সোমবার পেয়ে সোনারগাঁও থানাকে বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে ফোর্স পাঠাতে বলেছি। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button