সোনারগাঁয়ে জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের লিফলেট বিতরণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জুলাই-আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রণয়ন এবং বাস্তবায়নের দাবীতে সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন।
শুক্রবার ১০ জানুয়ারি দিনের প্রথম পর্বের কর্মসূচী হিসেবে উপজেলার বারদী ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও বারদী বাজার এলাকা এবং মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় লিফলেট বিতরণ ও জণসংযোগ করেন। প্রথম পর্বের নেতৃত্ব দেওয়া বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলন এর একটিভিস্ট জাহিদুল হক (বাধন) জানান জুলাই-আগষ্টের বিপ্লবের ঘোষণাপত্র অনতিবিলম্বে অন্তর্বতীকালীন সরকারকে ঘোষণা দিতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর নেতৃত্বের কথা সুস্পষ্টভাবে ঘোষণায় থাকতে হবে আমরা ৭১-এর মতো ২৪-এর বিপ্লবকে বিকৃত হতে দিব না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর একটিভিস্ট শাকিল সাইফুল্লাহ জানান- ঘোষণাপত্রে স্বৈরাচারী সকল সিস্টেমের কবর রচনা এবং খুনি দোসরদের বিচার নিশ্চিত করার অঙ্গীকার স্পষ্টভবে থাকে হবে। এছাড়া, আমরা জনগনের আকাঙ্ক্ষা অনুধাবন করতে পারছি। সাধারন জনগণ আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে, কাঙ্ক্ষিত সংস্কার ব্যতীত তারা দেশে নির্বাচন চান না।