বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না। যেখানে চেষ্টা সেখানেই কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চোধুরী।
রবিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভারতকে সীমান্তে অসম সুবিধা দিয়ে চুক্তি করেছে। যার সুযোগ নিচ্ছে দেশটি। সমস্যা সমাধানে আগামী মাসে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে। সীমান্তে শক্তি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশের এক ইঞ্চি জমিও ছাড় দেয়া হবে না। সীমান্তে উত্তেজনা বন্ধে, ভারতের হাইকমিশনারকে জানানো হবে। বাংলাদেশ-ভারত সীমান্তে চার হাজার ১৫৬ কিলোমিটারের মধ্যে ভারত তিন হাজার ২৭১ কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।