খুলনা বন্ধুসভার শীত উপহার বিতরণ কর্মসূচী

সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী এবং শীতার্ত মানুষের মাঝে ‘শীত উপহার’ বিতরণ করেছে খুলনা বন্ধুসভা।

তিন দিন ব্যাপী কম্বল বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন হয় গত ১০ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায়। এরপর খুলনা নগরের বিভিন্ন স্থানে রাতে শুয়ে থাকা ছিন্নমুল ও পথের ধারে দিনানিপাত করা মানুষের মাঝে ভালবাসার চাদর বিতরণ করে চলে বন্ধুসভার বন্ধুরা। খুলনা শহরের অদুরে রুপসা ও ডুমুরিয়া উপজেলার মানুষের মাঝেও কোম্বল বিতরণ করা হয়।

খুলনা বন্ধুসভার অর্থ সম্পাদক মো: ইমন মিয়া বলেন, “এই প্রকট শীতে মানুষের যদি সামান্য কষ্ট লাঘব করতে পারি, সেটাই আমাদের আনন্দ। কিন্তু আমাদের সাধ আছে, সাধ্য নাই। তবুও সামান্য কিছু করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি।”

প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা অধিকাংশই বিভিন্ন স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া অন্য পেশার মানুষের সংখ্যা খুবই কম। বন্ধুরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহের মাধ্যমে কম্বল কিনে তা বিতরণ করে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই আক্তার বলেন, “আমাদের বন্ধুসভার উপদেষ্টামণ্ডলী এবং বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে এই কম্বলগুলো কেনা হয়েছে। আমরা শিক্ষার্থীরা আর কতটুকুই তা দেওয়ার সক্ষমতা রাখি। তবুও প্রত্যেকেউ কিছু কিছু দিয়েছি। তাছাড়া বন্ধুসভার সভাপতি ড. মাসুদ স্যারের ইচ্ছে ছিল একটি ভাল কাজের মধ্যে দিয়ে আমাদের কমিটির যাত্রা শুরু হোক। সেটাই সফল করতে পেরে আমরা খুশি।”

কম্বল নিতে আসা নিরালা মোড়ের বাসিন্দা কদবানু বেগম বলেন, ” শীতে এই প্রথম কম্বল পেলাম। ক’দিন ধরে শীত বাড়ায় রাতে ঘুমাতে কষ্ট পাচ্ছিলাম। আইজ রাতি একটু আরাম করি শুতে পারবানে।”

রাস্তায় দাঁড়িয়ে থাকা রিক্সাচালক সবুর মোড়ল কম্বল পেয়ে বলেন, “রিক্সা চালায়ে যা আয় হয় তাতে ল্যাপ কেনবো কি দিয়ে? ঘরের মধ্যি বাতাস ঢুকে রাতে কষ্ট হয়। কম্বলডা পেয়ে ভালোই হলো।”

এ কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে খুলনা বন্ধুসভার সভাপতি প্রফেসর ডক্টর কাজী মাসূদুল আলম বলেন, “সামাজিক দ্বায়বদ্ধতায় জায়গা থেকে কিছু করার চেষ্টা করেছি। বন্ধুসভা সব সময়ই ভালোর সাথে, আলোর পথে এগিয়ে চলে। সবাই নিজেদের জায়গা থেকে একটু একটু করে কিছু করলে সমাজ এগিয়ে যাবে। কিছু মানুষের যদি সামান্য একটু কষ্ট লাঘব হয়, তাতেই আমাদের এ উদ্যোগ স্বার্থক হবে।”

শীত উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. তুহিন রায়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (খুলনা) শেখ আল এহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের জৈবপ্রযুক্তি ও জীব প্রকৌশল ডিসিপ্লিনের সহকারি অধ্যাপক অমিত সরদার, খুলনা বন্ধুসভার সহ সভাপতি এম এম মাসুম বিল্যাহ, সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংস বণিক, ফারজানা যুথি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনির্বাণ সরকার, সাংস্কৃতিক সম্পাদক গৌতম রায় দিপু, ম্যাগাজিন সম্পাদক তুহিন বাওয়ালী, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ইখতিয়ার তপু, কার্যনির্বাহী সদস্য শেখ হাফিজুর রহমান, বন্ধু শাম্মি আক্তার, সৈয়দ ফাহাদ আল শান্ত, জয়ন্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button