চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহ্বায়ককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তাকে মৃত ভেবে সড়কের পাশে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

গুরুতর আহত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে আনিন নাইম।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি জানান, নাইম রাতে মটরসাইকেল করে শিবগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বারোরশিয়া এলাকায় পৌঁছিলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে মৃত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় আইসিইউতে রয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পুলিশ শুনেছে এবং তদন্ত শুরু করছে। তদন্তের পরই বিস্তারিত জানানো যাবে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button