তুরস্কের হোটেলে ভয়াবহ আগুন, ১০ জনের মৃত্যু

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ। রাতের আঁধারে ভয়াবহ আগুন লেগে ওই হতাহতের ঘটনা ঘটে।

 

 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ওই হোটেলের রেস্তোরাঁয় রাতে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আরও ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন,  ‘আগুন ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার ২৭৭ কর্মী ঘটনাস্থলে গেছেন।’

বোলুর গভর্নর জানান, আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান। অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিলেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, বোলু প্রদেশের কার্তালকায়া হচ্ছে তুরস্কের প্রধান শীতকালীন পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণে যান। সূত্র: আল জাজিরা, আনদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button