যুক্তরাজ্যে এবার এমপি পদ থেকে দুর্নীতিবাজ টিউলিপের পদত্যাগ দাবিতে জনসংযোগ

দুর্নীতির অভিযোগে মন্ত্রীত্ব হারানোর টিউলিপ সিদ্দীকের বিরুদ্ধে এবার দাবি উঠেছে ব্রিটিশ পার্লামেন্টের এমপি পদ থেকেও পদত্যাগের। এই দাবিতে যুক্তরাজ্যে ব্যাপক জনসংযোগের পাশাপাশি এটি পিটিশনও দাখিল করতে যাচ্ছে বিরোধী দল-কনজার্ভেটিভ পার্টি।

ছাত্র-জনতার অভ্যূত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দীক যুক্তরাজ্যে লেবার পার্টির নেতৃত্বাধীন সরকারের দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী ছিলেন।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলে শনিবার (২৫ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবিতে প্রচারাভিযানে নেমেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। কনজার্ভেটিভ পার্টির শীর্ষ নেতা ডেভিড ডগলাস বলেছেন, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও, বাস্তবে ঠিক বিপরীত। কারণ, সাড়ে ৩ বিলিয়ন পাউন্ড নয়-ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।

বাংলাদেশের উন্নয়ন প্রকল্প থেকে ৫ বিলিয়ন ডলারের তহবিল আত্মসাৎ আর লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠায় গত ১৪ জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন টিউলিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button