যুবদল নেতা আশরাফ ভূঁইয়ার ব‌হিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়াকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার (২৪ জানুয়ারী ) সন্ধ্যায় যুবদলের দপ্তর সম্পাদক এন ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে দলের এ সিদ্ধান্তের প্রতিবাদে সোনারগাঁ জামপুর ইউনিয়নের তালতলা স্ট্যান্ডে সামনে মদনপুর-আড়াইহাজার সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা।

উপজেলার জামপুর ইউনিয়নের শত শত নেতাকর্মী মানববন্ধন করেন। তালতলা স্ট্যান্ড থেকে তালতলা পুলিশ ফাড়ি পর্যন্ত ১ কিলোমিটার মানববন্ধনে যুবদলের কর্মী-সমর্থকদের দেখা যায়। এ সময় তারা বলেন, অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক সদস্য ও সনমান্দী ইউনিয়ন যুবদলের আহবায়ক খন্দকার রেজাউল হক,উপজেলা যুবদলের আহবায়ক সদস্য আল আমিন,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি সামসুল আলম জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসা, সাদিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরশ,সনমান্দী ইউনিয়ন যুব্দলের যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ, জামপুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়াসীম মিয়া,যুগ্ম সম্পাদক কাউসার হামিদ সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রসঙ্গত, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও দখলবাজিতে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.আশরাফ ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের দপ্তর সম্পাদক এন ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,বহিষ্কৃত ব্যক্তির অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button