সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সমাবেশে যোগদান

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক সোহানুর রহমান সবুজের সার্বিক তত্বাবধানে বিশাল এক মিছিল নিয়ে জামায়াতে ইসলামী কর্মী,সমর্থক নেতাকর্মীদের নিয়ে যোগদান করে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমীর ডা.শফিকুল রহমান।

 

এসময় আরও বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণ আমির নূরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার ও মহানগরী আমির মুহাম্মদ আবদুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলের অংশগ্রহণ করেন সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাবেক সভাপতি মাওলানা ফৌরদীস,বিশিষ্ট ব্যবসায়ী শওকত, জামায়াতে ইসলামী নেতা আসাবউদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button