গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং গ্যাস ও বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয় এই মিছিল। শেষ হয় নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়ায় এসে।
জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া ও সাধারণ সম্পাদক জোবায়ের জিকুর নেতৃত্বে মিছিলে জেলা ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জেলা ছাত্রদল, সোনারগাঁও থানা, রূপগঞ্জ থানা, আড়াইহাজার থানা, ফতুল্লা থানাসহ বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিল থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চান।
পরে চাষাঢ়ায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন নেতাকর্মীরা। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ধন্যবাদ জানান নেতারা।
ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে শক্ত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নাহিদ জিকু।