বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মোটা অংকের চাঁদা দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতির, থানায় অভিযোগ

জাহিদুল আলম আল জাহিদ, সম্পাদক – দৈনিক ন্যায়ের আলো: 

 

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রার নামে নর্দান বিশ্ববিদ্যালয় এর কাছে চাঁদা দাবির অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঘটনাটির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কোতোয়ালি থানা, ডিএমপি ঢাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর সাধারণ ডায়েরি করেন গত ০২-১১-২০২৪ তারিখ। কিন্তু কোন অগ্রগতি না দেখে দেশের গুরুত্বপূর্ণ প্রিন্ট ও সম্প্রচার মিডিয়াতে জানানোর অনুরোধ করেও কোন সংবাদমাধ্যম উর্ধতন চাপের মুখে তথ্যটি গোপন করে রেখেছে বলে দৈনিক ন্যায়ের আলো সম্পাদক এ-র কাছে অভিযোগ এসেছে।

সাধারণ ডায়েরি বক্তব্য হুবুহু কপি সংযুক্ত করা হয়েছে।
তারিখঃ ০২/১১/২০২৪ইং

বরাবর,

ভারপ্রাপ্ত কর্মকর্তা

কোতয়ালী থানা,

ডিএমপি, ঢাকা।

বিষয়ঃ সাধারন ডায়েরী প্রসঙ্গে।

জনাব,

আমি মোঃ ফজলুল হক (৪২), পিতা- মোঃ মোবারক আলি (মুন্সি), মাতা- মোছাঃ সালেহা বেগম, বর্তমান সাং- নর্দান বিশ্ববিদ্যালয়, ৬ কামাল অতাতুর্ক এভিনিউ, লেবেল-১০, থানা- বনানী, ঢাকা স্থায়ী সাং- ৩ইবি, কুমিল্লা আদর্শ নগর, থানা- কুমিল্লা ক্যান্টনমেন্ট, জেলা- কুমিল্লা, জাতীয় পরিচয়পত্র নং- ৫৫৪৯৭৩০২৭২, সিকিউরিটি অফিসার, নর্দান বিশ্ববিদ্যায়, এই মর্মে আপনার থানায় অবগত করিতেছি যে, বিগত ০১/১১/২০২৪ ইং তারিখে শুক্রবার, বিকাল ৩.০০ ঘটিকার সময় আমাদের প্রতিষ্ঠান নর্দান বিশ্ববিদ্যায় এর কিছু কর্মকর্তা জরুরী কাজে বিজ্ঞ সি এম এম আদালত, ঢাকায় আসেন এবং তাদের ব্যবহৃত দুটি হাইচ গাড়ী কোতয়ালী থানাধীন ডিসি অফিসের সামনে পার্ক করে রেখে কোর্টের কাজে চলে গেলে বিবাদী ১) আবু হুরাইরা, ২) রুবেল, ৩) বায়েজিত সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন ব্যক্তি আমার প্রতিষ্ঠান নর্দান বিশ্ববিদ্যালয়ের লোগো লাগানো ২টি হাইচ গাড়ীর পথ রোধ করে ড্রাইভার ও আমাকে হুমকি দিয়ে জোরপূর্বক বল প্রয়োগ করে গাড়ী দুটির চাবি নিয়ে যায়। পরবর্তীতে কোতয়ালী থানা পুলিশের সহায়তায় উক্ত গাড়ীর চাবি ফেরত দিতে বাধ্য হয়। আমি এবং আমার প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে নর্দান বিশ্ববিদ্যালয় ও নর্দান মেডিক্যাল কলেজ এর গাড়ী ব্যবহার করে সিএমএম কোর্ট এলাকায় আসতে হয়। কিন্তু উক্ত ১-৩ নং বিবাদীগণ হুমকি প্রদান করিতেছেন যে, বিবাদীগনকে সন্তুষ্ট না করে এলাকায় প্রবেশ করলে আমাদেরকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন এবং নর্দান বিশ্ববিদ্যালের লোগো ব্যবহৃত কোন গাড়ি ফেরত যাবেনা। বিষয়টি আপনার থানায় এসে অবহিত করিলাম।

নিবেদক

মোঃ ফজলুল হক

সিকিউরিটি অফিসার,

নর্দান বিশ্ববিদ্যালয়, ঢাকা।

কোতয়ালী থানার জিডি নং-৯০/০২.১১.২০২৪ইং।

জিডির কপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button