বাউফলে ভূমিদস্যু ব্যারিস্টার মুজাহিদুল ইসলাম (আকাশ) এর হাত থেকে মুক্তির জন্য এলাকাবাসীর সংবাদ সম্মেলন

বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়ায় ভূমিদস্যু ব্যারিস্টার মুজাহিদুল ইসলাম (আকাশ) এর হাত থেকে মুক্তির জন্য এলাকাবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৮নং চন্দ্রপাড়া ওয়ার্ডের ত্রাস, দখলদার,ভূমিদস্যু মোজাহিদুল ইসলাম আকাশের ভূমি দখলের নানান ঘটনা সামনে এনে ওয়ার্ডবাসী আজ ১৯ তারিখ বুধবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।
নামধারী ব্যারিস্টার মোজাহিদুল ইসলাম আকাশ ফ্যাসিস্ট আওয়ামীলীগের সময়ে সে আওয়ামী পরিচয় বহন করে এলাকায় ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছিলেন।  নিজে ব্যারিস্টার পরিচয় বহন করে অন্যদের বিভিন্ন মামলা দিয়ে দমিয়ে রাখা হতো। এলাকার বহু মানুষের জমি অবৈধ ভাবে দখল করে পালটা জমি প্রকৃত মালিকদের নামেই মামলা দিয়ে রাখতেন। ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এলাকাবাসী তাদের জমি দখলমুক্ত করার উদ্যোগ নিলে আবারও এলাকার বেশ কয়েকজনের নামে মিথ্যা  মামলা দেওয়া হয়।
ভূমিদস্যু মোজাহিদুল ইসলাম আকাশের দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের আংশিক তালিকা :
১. জয়নাল মৃধা
২. কালাম মৃধা
৩.জব্বার মৃধা
৪। জহির মৃধা
৫. জামাল মৃধা
৬. আনিস মৃধা
৭.মাহফুজ ফকিড়
৮. মোস্তফা ফকির
৯. বকু শিকদার
১০৷ ফরিদ আলম
১১৷ আলম আকন
১২. জাহাঙ্গীর তালুকদার
১৩. মকবুল তালুকদার
১৪. শামসুল হক তালুকদার চুন্নু
১৫. মো: শাহজাহান মৃধা
১৬. মফিজ মৃধা
১৭। সালাম মৃধা
১৮৷ আবু বক্কর
১৯. আলমগীর তালুকদার
২০. মনিরুল তালুকদার
২১৷ জাহিদ মোল্লা (মেম্বার) সহ আরও অনেকে৷
এসময় এলাকাবাসী দাবি জানান অবিলম্বে ভূমিদস্যুর মোজাহিদুল ইসলাম আকাশে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং এলাকাবাসীর নামে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button