রূপগঞ্জে বাস চাপায় একজন নিহত, আহত ২

রূপগঞ্জে বাসচাপায় জাহাঙ্গীর আলম (৩৮) নামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মচারী নিহত হয়েছে। এঘটনায় শিশুসন্তানসহ তার সহকর্মী সাবিহা চৌধুরী গুরুতর আহত হন। শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার তারাব পৌরসভার তারাব সুলতানা কামাল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর আলম জামালপুর জেলার সরিষাবাড়ি থানার দোয়াইল এলাকার নুরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে শিমরাইল পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু নাঈম সিদ্দিকী বলেন, ‘জাহাঙ্গীর আলম ফটোকপি অপারেটর ও সাবিহা চৌধুরী অফিস সহায়ক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তারা দুজন সহকর্মী। শনিবার সরকারি ছুটির দিন থাকায় বিকালে সাবিহার শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালের উদ্দেশে রওনা হন তারা। এ সময় তারা তারাব সুলতানা কামাল সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা গাউছিয়া এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় সাবিহা ও তার শিশুসন্তানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button