বাংলাদেশ

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাড়াইলে তিনদিনের ইসলাহী ইজতেমা

(৫ ফেব্রুয়ারি) রোববার কিশোরগঞ্জের তাড়াইলে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী ইসলাহী ইজতেমা। ধর্মপ্রাণ মুসলমানদের আধ্যাত্মিক উন্নয়নের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী ইসলাহী ইজতেমা।

উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ময়দানে গত শুক্রবার পবিত্র জুময়ার নামাযের খুতবার মধ্য দিয়ে ইজতেমার অনুষ্ঠানিকতা শুরু হয়। তাযকিয়ায়ে নফসের অনুশীলনের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান, আল্লাহ তায়ালার ভালোবাসার উন্মেষ ঘটানোর উপায় ও নৈতিক উন্নয়নের দাওয়াতকে সামনে রেখে ভারতের দারুল উলুম দেওবন্দ, লন্ডন ও সৌদীআরবসহ দেশ-বিদেশ থেকে আগত মেহমানরা ইজতেমার বিভিন্ন পর্বে বয়ান পেশ করেনে।

অনুষ্ঠিত ইজতেমায় ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কুরআন মাজিদের তেলাওয়াত, তালিম, জিকির, তাহাজ্জুদ, দোয়া ও দুরুদের আমলসহ ধারাবাহিকভাবে আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি অন্তর্ভূক্ত ছিল। পৃথক ব্যবস্থায় নারীদের জন্যও আলোচনা শোনার সুযোগ রাখা হয়েছিল। যে কারণে পুরুষের পাশাপাশী নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ইজতেমা ময়দানসহ আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে

বৃহস্পতিবার থেকেই মাঠে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশী উপজেলা প্রশাসন এবং জেলা পুলিশ সুপার ইজতেমা এলাকা পরিদর্শন করেন। রোববার বেলা ১১টা ৩৫মিনিটে শুরু হয় আখেরী মোনাজাত। ১৭মিনিটের এ মোনাজাতে মুসলিম উম্মাহ্র ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button