নারায়ণগঞ্জ মহানগর ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগরের ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শেখ রাসেল পার্কে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

এদিকে, ১৬ নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী আহ্বান করা হলে ৫জন আগ্রহ প্রকাশ করেন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন। পরবর্তীতে মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষনা করা হবে বলে জানানো হয়।

১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেন, হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, জি.এম আরাফাত, সাংঠনিক সম্পাদক মাহমুদা মালা, মহানগর আওয়ামী লীগের সদস্য নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মহানগর সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *