আড়াইহাজারে গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিশনন্দী ফেরী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক একেএম মুনিরুল আলম স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আবুল কালাম (৬৫), মোছাঃ হোসনে আরা (৬০), সাহিনা বেগম (২২), নার্গিস (২৩), মোঃ চুন্নু মিয়া সরদার (৩১) ও মোছাঃ জোহুরা (৭০)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button